![]() |
||||
| E-newsletter: October 2021 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২সিএসআর অ্যাওয়ার্ড: বিএটিবি’র কূটকৌশল
বিএটি’র অফিসিয়াল স্লোগান ‘A Better Tommorrow’TM নিয়ে আয়োজিত সিএসআর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। বিগত কয়েকমাস যাবত চলা এই আয়োজনের মাধ্যমে বহুজাতিক তামাককোম্পানিটি নিজেদের ব্র্যান্ড ইমেজ সুচতুরভাবে প্রচারের ব্যাপক সুযোগ পেয়েছে। এধরনের কার্যকলাপের মাধ্যমে নীতিনির্ধারকদের সংস্পর্শে আসা এবং ভবিষ্যতে তামাকনিয়ন্ত্রণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করা বিএটিবি’র একটি কূটকৌশলও বটে। তামাক কোম্পানির এসব প্রচার-প্রচারণা অবিলম্বে বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||