![]() |
||||
| E-Newsletter: November 2022 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২আইন লঙ্ঘন করছে জেটিআই
ক্যামেল সিগারেটের ছবি সম্বলিত টি শার্ট গায়ে এবং হাতে ট্যাব নিয়ে কোম্পানির প্রতিনিধিরা বসে আছে দোকানে দোকানে। উদ্দেশ্য কৌশলে ধূমপায়ীদের ক্যামেল সিগারেটে উদ্বুদ্ধ করা এবং নতুন ধূমপায়ী সৃষ্টি করা। একইসাথে ভবিষ্যৎ বাজারজাতকরণ কার্যক্রম চালু রাখতে তারা ট্যাবের মাধ্যমে ধূমপায়ীর নাম, মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করছে। এ ধরনের কার্যক্রম বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ এবং দণ্ডণীয় অপরাধ। সুতরাং আইন লঙ্ঘন করে জেটিআই এর আগ্রাসী প্রচারণা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। |
||||
![]() | ||||