![]() |
||||
| E-newsletter: January 2025 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-২ফিলিপমরিসের আইন লঙ্ঘন
UNIQUE FLAVOR, UNIQUE EXPERIENCE প্রভৃতি প্রলুব্ধকরণ শব্দ ব্যবহার করে Marlboro সিগারেটের প্যাকেট সদৃশ আকর্ষণীয় ডিজাইনের ড্যাংলার দোকানে দোকানে সাজিয়ে প্রচারণা চালাচ্ছে ফিলিপ মরিস। উদ্দেশ্য, চটকদার বার্তায় এসময়ের তরুণদের ধূমপানে আকৃষ্ট করা। আইন অনুযায়ী বিক্রয়স্থলে যেকোন উপায়ে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||