![]() |
||||
| E-newsletter: November & December 2024 | ||||
|
|
||||
মৃত্যু বিপণন-১বিএটি বাংলাদেশকে পুরস্কার দেওয়া থামছেই না
বাণিজ্য মন্ত্রণালয়াধীন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক আবারো পুরস্কৃত হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। অনুষ্ঠানে দুইজন উপদেষ্টা (অর্থ উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা) বিএটিবি’কে এ পুরস্কার তুলে দেন। সরকারের একটি সংস্থা ১০ম বারের মত এই তামাক কোম্পানিকে পুরস্কৃত করে তামাক ব্যবসাকে উৎসাহিত করে চলেছে। উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয় ২০২১ সালে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের’ জন্য তামাক কোম্পানিকে অযোগ্য ঘোষণা করেছে। কাজেই সরকারের অন্যান্য মন্ত্রণালয়কেও এই উদাহরণ কাজে লাগিয়ে তামাক কোম্পানিকে পুরস্কার প্রদান বন্ধ করতে হবে। |
||||
![]() | ||||